বান্দরবানবৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানের সব আদালতে সরকারি আইন কর্মকর্তা পরিবর্তন

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
নভেম্বর ৪, ২০২৪ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের ৩ মাসের মাথায় বান্দরবানের বিভিন্ন আদালতে সরকারি আইন কর্মকর্তা পদে নতুন নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে রবিবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ হয়েছে।

নতুন ব্যবস্থাপনায় সিনিয়র আইনজীবী ও বান্দরবান জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহম্মদ আবুল কালামকে পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল করিমের স্থলাভিষিক্ত হলেন।

নতুন নিয়োগ পাওয়া অন্যান্য আইন কর্মকর্তাগণ হচ্ছেন: অ্যাডভোকেট জয়নাল আবেদীন ভূঁইয়া (অতিরিক্ত পিপি), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাইল, গভর্নমেন্ট প্লিডার (জিপি) পদে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আবু তালেব এবং অতিরিক্ত গভর্নমেন্ট প্লিডার (এডিশনাল জিপি) অ্যাডভোকেট শামুসুল হক রনি।

সোমবার তারা দায়িত্ব গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।