বান্দরবানশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুন:গঠিত

প্রতিবেদক
অনিক ইসলাম
নভেম্বর ৭, ২০২৪ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

প্রফেসর থানজামা লুসাইকে চেয়ারম্যান করে ১৫ সদস্য বিশিষ্ট বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুন:গঠন করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অচল অবস্থায় পড়ে আছে।

বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭ এর ১৬ক।(৪) উপধারা এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪ এর ৪ (২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুন:গঠন করে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই পরিষদ দায়িত্ব পালন করবে।

পরিষদের অন্যান্য সদস্যরা হচ্ছেন: রাজুময় তঞ্চঙ্গ্যা, ম্যা ম্যা নু, এ্যাডভোকেট উবাথোয়াই মারমা, উম চিং মারমা, খামলাই ম্রো, মং এ চিং চাক, ডা. সানাই প্রু ত্রিপুরা, লাল জারলম বম, নাংফ্রা খুমী, সাইফুল ইসলাম, মোহাম্মদ নাছির উদ্দিন, মুহাম্মদ আবুল কালাম, এ্যাডভোকেট মাধবী মারমা এবং খুরশিদা ইসহাক।