পার্বত্য জেলা বান্দরবানে পর্যটকদের ভ্রমণে উৎসাহিত করতে ৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিশেষ ছাড়ের ঘোষণা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানায় জেলার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্বয় পরিষদ।
লিখিত বক্তব্যের মাধ্যমে বান্দরবান হোটেল মোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জানান, পর্যটকদের বান্দরবান ভ্রমণে আগ্রহী ও স্বাচ্ছন্দ্যবোধ করতে এই বিশেষ ছাড় দেয়া হচ্ছে।
তিনি জানান, আবাসিক হোটেলে রুম বুকিং এর ক্ষেত্রে ৩৫ শতাংশ, রিসোর্ট রুম বুকিং এর ক্ষেত্রে ২৫ শতাংশ, খাবার হোটেল এন্ড রেস্টুরেন্টে ১০ শতাংশ, পর্যটকবাহী জীপ, কার, মাইক্রোবাস (চাঁদের গাড়ী) ক্ষেত্রে ২০ শতাংশ এবং পর্যটকবাহী সিএনজি ও মাহিন্দ্রা (থ্রি হুইলার) ক্ষেত্রে ২০ শতাংশ ছাড় পাবেন।
এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্বয় পরিষদের আহবায়ক মো: নাছিরুল আলম এবং সদস্য সচিব মো: সিরাজুল ইসলাম।
টানা ১ মাস বন্ধ থাকার পর ৭ নভেম্বর থেকে আংশিকভাবে বান্দরবান জেলা সদর, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার পর্যটন কেন্দ্রে পর্যটক ভ্রমণের উপর বিধি নিষেধ তুলে নেয় বান্দরবান জেলা প্রশাসন। তবে নিরাপত্তাজনিত সমস্যার কারণে বন্ধ থাকছে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার সব পর্যটন কেন্দ্র। এর আগে ১ নভেম্বর থেকে রাঙ্গামাটি এবং ৫ নভেম্বর থেকে খাগড়াছড়ি পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়া হয়।