নাশকতামূলক কাজে জড়িত থাকার অভিযোগে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের দুই নেতা এবং যুবলীগের এক নেতাকে রবিবার ভোর রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো: মাসরুরুল হক জানান, উপজেলা সদরের বিছামারা এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় টহল পুলিশদল তাদের গ্রেপ্তার করে। এসময় ঘটনাস্থল থেকে বিস্ফোরিত গ্রেনেডের ৩টি অংশ, ১০টি লোহার রড, ১৩টি বাঁশের লাঠি এবং ইট পাটকেল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হচ্ছে, উপজেলা আওয়ামীলীগের সিরাজুল হক, মো: আলী হোসেন এবং যুবলীগ নেতা মো: ফয়েজ উল্লাহ। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
এ মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শফিউল্লাহ, আওয়ামীলীগ নেতা তাসলিম ইকবাল চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ, সাবেক ইউপি চেয়ারম্যান মো: আলম কোম্পানি, সাবেক ইউপি চেয়ারম্যান মো: ইমরান ও আওয়ামীলীগ নেতা আবু তাহের বাহাদুরসহ ৬৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইউছুপ জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ সম্ভাব্য এলাকাগুলোতে অভিযান চালাচ্ছে।
মামলার আর্জিতে বলা হয়, ককটেল, পটকা বিস্ফোরণ ঘটিয়ে এবং টায়ারের আগুন জ্বালিয়ে অস্থিরতা সৃষ্টি, জনমনে ভীতি সঞ্চার এবং নাশকতামূলক কার্যক্রম সংগঠনের জন্য উপজেলা সদর থেকে ২ কিলোমিটার দূরে বিছামারা বিদ্যুৎ সাবস্টেশন এলাকায় তারা জড়ো হয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং টায়ারে আগুন জ্বালিয়ে অরাজকতা সৃষ্টির সময় টহল পুলিশ দ্রুত সেখানে উপস্থিত হয়ে ৩জনকে আটক করে। অন্যেরা পালিয়ে যায়।