বান্দরবান পার্বত্য জেলা পরিষদে নব নিযুক্ত চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই এবং অন্য ১৪ জন সদস্য সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
সকালে নবনিযুক্ত পরিষদের চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই এর নেতৃত্বে নব নিযুক্ত সদস্যগণ পরিষদ প্রাঙ্গনে আসলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে প্রফেসর থানজামা লুসাই পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণপত্রে স্বাক্ষর করেন।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদে ন্যস্ত ২৮টি সরকারি বিভাগের কর্মকর্তাগণ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে আওয়ামীলীগ সরকার মনোনীত পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা এবং তার পরিষদ সদস্যরা অফিস করছেন না। এর ফলে ন্যস্ত বিভাগ সমূহসহ পরিষদের স্বাভাবিক কাজকর্মে সীমাহীন অচলাবস্থা দেখা দেয়।
এমন অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার গত ৭ নভেম্বর এক প্রজ্ঞাপন জারীর মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট নতুন অন্তর্বর্তীকালীন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গঠন করে।
সরকারের পক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ওই প্রজ্ঞাপনে বান্দরবান সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর থানজামা লুসাইকে চেয়ারম্যান করা হয়।
প্রফেসর থানজামা লুসাই ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার আমলেও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়ে দায়িত্ব পালন করেছেন।
নব নিযুক্ত পরিষদ সদস্যগণ হচ্ছেন: রাজুময় তঞ্চঙ্গ্যা, ম্যা ম্যা নু, এ্যাডভোকেট উবাথোয়াই মারমা, উম চিং মারমা, খামলাই ম্রো, মং এ চিং চাক, ডা. সানাই প্রু ত্রিপুরা, লাল জারলম বম, নাংফ্রা খুমী, সাইফুল ইসলাম, মোহাম্মদ নাছির উদ্দিন, মুহাম্মদ আবুল কালাম, এ্যাডভোকেট মাধবী মারমা এবং খুরশিদা ইসহাক।