বান্দরবানবৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির সমাবেশ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
নভেম্বর ১৩, ২০২৪ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বুধবার বিকেলে বান্দরবান শহরে জেলা বিএনপির এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে প্রেসক্লাব সংলগ্ন প্রধান সড়কে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

তিনি বলেন, এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো দ্রুত সুষ্ঠু নির্বাচন দিয়ে বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মিসেস মাম্যাচিং এর সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্যফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক লুসাই মং এবং জেলা বিএনপির সাংঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার বক্তব্য দেন।

বক্তারা বলেন, আমরা স্বৈরাচারি শেখ হাসিনা সরকার এবং তাদের দোসরদের বিচার দেখতে চাই। একই সাথে দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসুক সেটাও চাই।