বান্দরবানের রুমায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’ এর অস্থায়ী আস্তানা থেকে বিপুল অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর জওয়ানরা রুমা উপজেলার মুনলাই পাড়ার অদূরে লাইচেংয়াই আমবাগানে ‘কেএনএফ’ এর অস্থায়ী আস্তানায় অভিযান চালায়। সেখান থেকে ১টি এসএমজি (ম্যাগাজিনসহ), ২টি গাঁদা বন্দুক (১৫৯ রাউন্ড কার্তুজ ও ১টি কার্তুজ ভর্তি বেল্ট), ১টি বাইনোকুলার, ২টি ওয়াকিটকি সেট, ৩ জোড়া ‘কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ)’ ইউনিফর্ম, ১ জোড়া বুট, ১টি হ্যান্ডকাফ, ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরিতে ব্যবহৃত স্পিøন্টার ও ৫টি স্মার্ট ফোন উদ্ধার করা হয়।
গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজার অপহরণের ঘটনার পর সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী ওই এলাকায় ‘কেএনএফ’ বিরোধী বিশেষ অভিযান শুরু করে। মাঝখানে কিছুটা স্থিমিত হলেও ‘কেএনএফ’ সদস্যরা আবার সংগঠিত হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী সম্ভাব্য এলাকাগুলোতে অভিযানের গতি বৃদ্ধি করেছে।