বান্দরবানশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবান পার্বত্য জেলা পরিষদে দায়িত্ব বন্টন: কে পেলেন কোন বিভাগ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
নভেম্বর ১৫, ২০২৪ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

নবগঠিত অন্তর্বর্তীকালীন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সোমবার ১১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করার পর চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে ন্যস্ত বিভাগগুলোর তত্ত্বাবধানের দায়িত্ব বন্টন করা হয়েছে।

সবশেষ তথ্য অনুযায়ী স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা, জনস্বাস্থ্য প্রকৌশল, কৃষি ও পর্যটনসহ জেলায় নিয়োজিত ২৮টি সরকারি বিভাগে এই পরিষদের অধীনে ন্যস্ত রয়েছে।

গত বৃহস্পতিবার ১৪ নভেম্বর পরিষদ চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই স্বাক্ষরিত এক পত্রে ন্যস্ত বিভাগগুলোর দায়িত্ব বন্টনের সিদ্ধান্ত জানানো হয়।

এই বিজ্ঞপ্তি অনুযায়ী পরিষদ চেয়ারম্যান তত্ত্বাবধান করবেন প্রাথমিক শিক্ষা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

কৃষি সম্প্রসারণ এবং হর্টিকালচার সেন্টার ও নার্সারী বিভাগের দায়িত্ব পেয়েছেন পরিষদ সদস্য রেভারেন্ড লাল জারলম বম, স্বাস্থ্য ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিভাগের দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মুহম্মদ আবুল কালাম, জেলা পরিবার পরিকল্পনা এবং পৌরসভা ও ইউনিয়ন পরিষদ ব্যতীত ইমপ্রুভমেন্ট ট্রাস্ট ও অন্যান্য শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করবেন রাজুময় তঞ্চঙ্গ্যা, সমাজসেবা ও সরকারি শিশু পরিবার বিভাগের দায়িত্ব পালন করবেন ম্যা ম্যা নু, অ্যাডভোকেট উবাথোয়াই মারমা দায়িত্ব পেয়েছেন কৃষি উন্নয়ন কর্পোরেশন ও ক্রীড়া বিভাগে, তুলা উন্নয়ন বিভাগে দায়িত্ব পালন করবেন উম চিং মারমা, খামলাই ম্রো পেয়েছেন মৎস্য ও পর্যটন ব্যবস্থাপনা বিভাগ, মং এ চিং চাক পেয়েছেন প্রাণীসম্পদ ও কৃত্রিম প্রজনন কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা বিভাগের দায়িত্ব পেয়েছেন ডা: সানাই প্রু ত্রিপুরা, নাংফ্রা খুমী পেয়েছেন ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন এবং সরকারি গণগ্রন্থাগার বিভাগে, যুব উন্নয়ন অধিদপ্তর এবং জন্ম মৃত্যু ও অন্যান্য পরিসংখ্যান বিভাগে দায়িত্ব পেয়েছেন সাইফুল ইসলাম এবং খুরশীদা ইসহাক পেয়েছেন জেলা সমবায় বিভাগের দায়িত্ব।

এছাড়া শিল্পকলা একাডেমী ও বাজার ফান্ডের দায়িত্ব পেয়েছেন সদস্য মোহাম্মদ নাছির উদ্দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের দায়িত্ব পেয়েছেন পরিষদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা।