বান্দরবানের থানচি উপজেলার দুর্গম হাজরাংপাড়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার বিকেলে বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সীমান্ত সংলগ্ন এলাকাগুলো সাম্প্রতিক সময়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জওয়ানরা সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযা পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সংলগ্ন হাজরাং ত্রিপুরা পাড়া এলাকায় এক অভিযানে সন্ত্রাসী বাহিনীর ব্যবহৃত ২টি বন্দুক, ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি ও কমব্যাট পোশাকসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
তবে বিজিবির পক্ষ থেকে এখনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।