বান্দরবানশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ এর ১০ জঙ্গি ও ‘কেএনএফ’র একজনের জামিন

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
নভেম্বর ১৮, ২০২৪ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর অভিযানে গ্রেপ্তারকৃত ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ এর ১০ জঙ্গির জামিন মঞ্জুর করেছেন আদালত। একই আদেশে বিজ্ঞ আদালত ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’ এর সন্দেহভাজন একজনকে জামিন দিয়েছেন।

সোমবার বিকেলে এ জামিন মঞ্জুর করেন বান্দরবানের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন।

বান্দরবানের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জয়নাল আবেদীন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

জামিনপ্রাপ্তরা হলেন, ইমরান হোসেন (৩৫), মো. ওবায়দুল্লাহ (৩০), যোবাইয়ের আহম্মেদ (২৯), আব্দুস সালাম (২৮), জুয়েল মাহামুদ (২৭), শামীম হোসেন (২৬), দিদার হোসেন (২৫), রিয়াজ শেখ (২৪), সোহেল মোল্লা (২২) এবং আবু হোরায়রা (২২) ও ‘কেএনএফ’ এর লাল মুন থিয়াম।

আদালত সূত্র জানায়, আসামীপক্ষের আবেদনের প্রেক্ষিতে ৫ হাজার টাকা বন্ডে তাদের জামিন মঞ্জুর করেন বিজ্ঞ আদালত।

২০২২ সালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর সন্ত্রাসবিরোধী এক বিশেষ অভিযানে ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’ এর কয়েকজনসহ ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ এর সন্দেহভাজন ৩২ জঙ্গিকে আটক করা হয়।