বান্দরবানে পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও সাশ্রয়ী করতে হোটেল হিলভিউ এর পক্ষ থেকে ছাদখোলা ট্যুরিস্ট বাস চালু করা হচ্ছে।
হোটেল হিলভিউ এর স্বত্ত্বাধিকারী কাজল কান্তি দাশ জানান, পর্যটকদের ভ্রমণকে আরো নির্বিঘ্ন করতে এ ছাদখোলা ট্যুরিস্ট বাসের আয়োজন করা হয়েছে।
তিনি জানান, প্রতিদিন সকালে একটি বাস হোটেল হিলভিউ এন্ড কনভেনশন সেন্টার থেকে নীলগিরির উদ্দেশ্যে ছেড়ে যাবে। পথিমধ্যে বিভিন্ন স্পটে ঘুরিয়ে যাত্রা বিরতি হবে নীলগিরিতে। দুপুরের মধ্যেই বাসটি হোটেল হিলভিউতে পৌছে যাবে। দুপুরের পর আরেকটি বাস নীলাচলসহ বিভিন্ন স্পট ঘুরিয়ে সন্ধ্যায় একই স্থানে ফিরে আসবে।
কাজল কান্তি দাশ জানান, ৩১ আসন বিশিষ্ট এই ছাদখোলা ট্যুরিস্ট বাসে ৫ বছরের কম বয়সী শিশুদের বিনা ভাড়ায় ভ্রমণের সুবিধা দেয়া হবে।
কখন চালু হবে এ বিষয়ে জানতে চাইলে কাজল কান্তি দাশ জানান, আমরা প্রস্তুত আছি। ইতিমধ্যে কয়েক দফায় ট্রায়াল ট্রিপ (পরীক্ষামূলক যাত্রা) করা হয়েছে। সোমবার সাংবাদিকদের একটি দল এই বাস ব্যবহার করে বিভিন্ন পর্যটন স্পট ঘুরে এসেছেন। সামান্য কিছু প্রক্রিয়া শেষে নিয়মিতভাবে এই বাস পাহাড়ি রাস্তাতে চলাচল করবে।