বান্দরবানশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে নৌকা বাইচের মধ্য দিয়ে ক্রীড়া মেলা শুরু

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
নভেম্বর ২৪, ২০২৪ ১০:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

বান্দরবানের সাঙ্গু নদীতে নৌকা বাইচের মধ্য দিয়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ক্রীড়া মেলা।

‘ক্রীড়ার ঐতিহ্যে ফিরে আসুক বান্দরবান’ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ এ ক্রীড়া মেলার আয়োজন করে।

শনিবার সকালে সাঙ্গু নদীতে বেলুন উড়িয়ে নৌকা বাইচের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই।

এসময় বান্দরবান সদর জোন কমান্ডার লে. কর্ণেল এএসএম মাহমুদুল হাসান, পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ও অ্যাডভোকেট উবাথোয়াই মারমা, সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবুল এবং নৌকা বাইচ উপ-কমিটির আহবায়ক নিনি প্রু উপস্থিত ছিলেন।

নৌকা বাইচ প্রতিযোগিতা সাঙ্গু নদীর উজানী পাড়া খেয়াঘাট থেকে শুরু হয়ে মধ্যম পাড়া পয়েন্টে এসে শেষ হয়। এ প্রতিযোগীতায় ৭টি মহিলা দলসহ মোট ১৮টি দল অংশ নেয়। এদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয় কালাঘাটা দুর্গা মন্দির দল, দ্বিতীয় হয় কালাঘাটা হরি মন্দির দল এবং তৃতীয় স্থান অধিকার করে মারমা বাজার দল। অন্যদিকে মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয় মারমা বাজার দল, সম্প্রীতির বান্দরবান দল দ্বিতীয় স্থান ও নারী উন্নয়ন দল তৃতীয় স্থান অধিকার করে।

রবিবার ২৪ নভেম্বর রাজার মাঠে ভলিবল প্রতিযোগীতা, সোমবার ২৫ নভেম্বর লিটল স্টার ক্লাবের টেবিল টেনিস কোর্টে টেবিল টেনিস, বুধবার ২৭ নভেম্বর বান্দরবান জিমনেসিয়ামে ব্যাডমিন্টন, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ঈদগাহ মাঠে ক্রিকেট, শুক্রবার ২৯ নভেম্বর রাজার মাঠে কাবাডি ও ফুটবল, শনিবার ৩০ নভেম্বর একই মাঠে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী বলি খেলা, মহিলাদের এ্যাথলেটিক্স, তৈলাক্ত বাঁশে আরোহণ এবং একই দিন সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে সপ্তাহব্যাপী এই ক্রীড়া মেলার।