বান্দরবানবৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাশকতার মামলায় বান্দরবানের ২ আওয়ামীলীগ নেতা জেল হাজতে

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
নভেম্বর ২৮, ২০২৪ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার নাশকতা মামলায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

তারা হচ্ছেন: নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও দোছড়ি ইউপি চেয়ারম্যান মো: ইমরান এবং বাইশারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম।

বৃহস্পতিবার তারা বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন জানান।

বিজ্ঞ আদালত প্রাথমিক শুনানী শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত ১০ নভেম্বর নাশকতার সাথে জড়িত থাকার অভিযোগ এনে নাইক্ষ্যংছড়ি থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়।

এদিকে একই মামলায় বুধবার নাইক্ষ্যংছড়ি আওয়ামীলীগের ৪৮ জন আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন জানান। বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হক তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। এ মামলায় মোট ৬৮ জনকে আসামী করা হয়েছে।