বান্দরবানে পুলিশের হাতে ধরা পড়া মোটর সাইকেল চোর চিং সামং প্রু (৩২) বলেছেন, ইউটিউব থেকে মোটর সাইকেল আনলক করার পদ্ধতি শিখে নিয়ে সে একের পর এক বাইক চুরি করে যাচ্ছিল।
বৃহস্পতিবার সকালে জেলা পুলিশের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বান্দরবানের পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার এ তথ্য জানান।
সম্প্রতি বান্দরবান জেলায় মোটর সাইকেল চুরি বেড়ে যাওয়ার প্রেক্ষিতে পুলিশ এক বিশেষ অভিযান শুরু করে। এই অভিযানে পুলিশের জালে আটক হয় চিং সামং প্রু।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ তার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে- জানান পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার।
তিনি জানান, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুর্গম ধোপাছড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩টি মোবাইল ও ৭টি মোবাইল সিম জব্দ করা হয়।
পুলিশ সুপার বলেন, অচিরেই বাইক চোর চক্রকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) আবদুল করিম, সদর থানার ওসি মো. মাসুদ পারভেজ, প্রেসক্লাবের সহ সভাপতি নাছিরুল আলম, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, গত ১ মাসে বান্দরবান জেলায় ১৫টি মোটর বাইক চুরি হয়েছে। বাইক চোররা ঘটনাস্থলের আশপাশের গাছ বা দেয়ালে মোবাইল নাম্বার লিখে রেখে যায়। বাইক মালিকরা এসব নাম্বারে যোগাযোগ করে বিপুল অংকের চাঁদার বিনিময়ে তাদের বাইক ফিরে পান।
গত ২০ নভেম্বর রাতে শহরের মেম্বারপাড়া এলাকা থেকে ২টি মোটর বাইক চুরি হয়। পরে ওই এলাকার পুকুর থেকে বাইক দু’টি উদ্ধার করা হয়।