বান্দরবানসোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে মুসুল্লিদের বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
বার্তা বিভাগ
নভেম্বর ২৯, ২০২৪ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিচার ও ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে বান্দরবান শহরে বিক্ষোভ ও সমাবেশ করেছে মুসুল্লিরা।

শুক্রবার জুম্মার নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে বের হয়ে মুসুল্লিরা খন্ড খন্ড মিছিল নিয়ে মূল মিছিলে যোগ দেয়।

পরে প্রেসক্লাব চত্ত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আলাউদ্দিন ইমামীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে মাওলানা মুজিবুল হক, মাওলানা শোয়াবুল ইসলাম এবং বাজার জামে মসজিদের খতিব মাওলানা এহসানুল হক আল মঈন বক্তব্য দেন।