বান্দরবানশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আলীকদম সীমান্ত পথে ১৪ রোহিঙ্গা পুশব্যাক

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১, ২০২৪ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

আলীকদম সীমান্ত পথে বাংলাদেশে অনুপ্রবেশকারী ১৪ রোহিঙ্গাকে শনিবার রাতেই তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে ৯ জন শিশু ও ৩ জন নারী রয়েছে।

আলীকদমে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

রোহিঙ্গাদের নিয়ে আসার সাথে জড়িত থাকার অভিযোগে তবিদুল্লাহ নামে এক দালালকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। জানা গেছে, তবিদুল্লাহ উখিয়া বালুখালী শরনার্থী ক্যাম্পে তালিকাভুক্ত একজন বাস্তুচ্যূত রোহিঙ্গা।

এর আগে বাংলাদেশে ঢুকে পড়া ৮৪ জন রোহিঙ্গা নাগরিককে গত ১১ নভেম্বর আলীকদম সীমান্ত দিয়ে পুশব্যাক করা হয়। এ নিয়ে এক মাসে ৯৮ জনকে আলীকদম সীমান্ত দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গোপন মাধ্যমে খবর পেয়ে শনিবার বিকেলে উপজেলার আমতলী খেয়াঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। ৫৭নং বিজিবি ব্যাটালিয়নের নায়েব সুবেদার আব্দুস সবুর এ অভিযানে নেতৃত্ব দেন।

অভিযোগ রয়েছে, বিপুল পরিমাণ টাকার বিনিময়ে দালালের মাধ্যমে তারা অরণ্য ঢাকা পাহাড়ি পথে মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে বাংলাদেশে ঢুকে পড়ে।

আটককৃতদের মধ্যে ৫ জনের নাম পাওয়া গেছে। তারা হচ্ছে, নূর আলম, আনচারু, রফিউল কাদের, আয়েশা বেগম ও আনিছ ফাতেমা। এদের সবার বাড়ি মিয়ানমারের রাখাইন প্রদেশের বুচিডং জেলায়।