বান্দরবানসোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাজার ফান্ডভুক্ত জমির লীজ ৯৯ বছর মেয়াদী করার দাবি

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১, ২০২৪ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

জেলা বাজার ফান্ডের লীজকৃত ভূমির মেয়াদ দশ বছরের পরিবর্তে ৯৯ বছর পর্যন্ত বর্ধিতকরণ এবং তৌজিভুক্ত ভূমিতে সহজ শর্তে ব্যাংকের মাধ্যমে গৃহঋণ পাওয়ার প্রতিবন্ধকতা দূরীকরণের দাবিতে মানববন্ধন করেছে জেলার সর্বস্তরের জনগণ।

রবিবার সকালে শহরের প্রধান সড়কে মানববন্ধন ও সমাবেশ করেছে সংগঠনের নেতা-কর্মীরা।

এতে বক্তব্য রাখেন সাবিকুর রহমান জুয়েল, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া, জাহাঙ্গীর আলম এবং দৌলতুল কবির খান সিদ্দিকী।

মানববন্ধনে বাজার ফান্ড প্রথার আওতায় জমির বরাদ্দ পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের মালিকরা অভিযোগ করেন।

তারা বলেন, যুগ যুগ ধরে বাজার ফান্ডের জমি উচ্চ হারের করের বিনিময়ে লীজ নিয়ে দোকান, ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি দালান-ভবন নির্মাণ করে বসবাস করে আসছে হাজার হাজার মানুষ। এসব ভবন নির্মাণ ও ব্যবসায় পরিচালনায় বাণিজ্যিক ব্যাংক ও অর্থ লগ্নীকারী প্রতিষ্ঠানগুলো লোন দিয়ে আসছে। কিন্তু হঠাৎ করে ১০ বছর মেয়াদী লীজের জমিতে ব্যাংক লোন দেয়ার প্রশাসনিক অনুমোদন বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন লীজ গ্রহণকারীরা।

সারাদেশের চেয়ে পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলায় বাজার ফান্ড নামে একটি বিধিবদ্ধ সংস্থা বাজার ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে। প্রথম দিকে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকগণ ১৯০০ সালের ‘হিল ট্র্যাক্টস রেগুলেশন’ অনুযায়ী ‘বাজার ফান্ড প্রশাসক’ এর দায়িত্ব পালন করে আসছেন।

১৯৮৯ সালে পার্বত্য জেলা স্থানীয় সরকার প্রতিষ্ঠার পর বাজার ফান্ড ওই পরিষদে ন্যস্ত হয় এবং পরিষদ চেয়ারম্যানগণ পদাধিকার বলে ‘বাজার ফান্ড প্রশাসক’ হিসেবে দায়িত্বে আসেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।