বান্দরবানসোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব জয় করেছে কোয়ান্টামের উছাইওয়াং মারমা

প্রতিবেদক
বার্তা বিভাগ
ডিসেম্বর ২, ২০২৪ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে উছাইওয়াং মারমা।

সম্প্রতি অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ম্যাথমেটিকস চ্যাম্পিয়নশিপ’ প্রতিযোগীতায় দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদক জিতে নিয়েছে

লামা উপজেলার সরই এলাকায় অবস্থিত কোয়ান্টাম কসমো স্কুলের অষ্টম শ্রেণীর এই ছাত্র।

কাতারের রাজধানীয় দোহাতে ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ৪টি দিনব্যাপী এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

কোয়ান্টাম কসমো স্কুলের প্রধান শিক্ষক মো. নুর হোসেন সূত্রে জানা গেছে, ওয়ার্ল্ড ম্যাথমেটিকস চ্যাম্পিয়নশিপ এর ১২তম আসরে বাংলাদেশের যে গণিত টিম অংশ নেয় তার একজন ছিল উছাইওয়াং মারমা। প্রতিযোগীতায় মেধার স্বাক্ষর রেখে সে রৌপ্য পদক জিতে নেয়।

তিনি জানান, এর আগে জাতীয় পর্যায়ে গণিত প্রতিযোগিতায় কোয়ান্টাম কসমো স্কুলের চার ছাত্র বিজয়ী হয়। সেখান থেকেই আর্ন্তজাতিক আসরের জন্যে চুড়ান্ত ভাবে নির্বাচিত হয় উছাইওয়াং মারমা।

২০১৬ সালে উছাইওয়াং কোয়ান্টাম কসমো স্কুলে শিশু শ্রেণিতে ভর্তি হয়।