রুমা সড়কের কৈক্ষ্যং ঝিরি এলাকায় একটি বেইলি সেতুর কিছু অংশের স্টিল পাটাতন খুলে পড়ায় রবিবার সকাল ৮টার পর থেকে জেলা সদরের সাথে রুমা উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
রুমা এলাকার বিভিন্ন গাড়ির চালকরা জানিয়েছেন, শনিবার রাতেও তারা ওই বেইলি সেতুর উপর দিয়ে গাড়ি চালিয়ে উপজেলায় গেছেন। কিন্তু ঠিক কখন এবং কি কারণে পাটাতন ভেঙ্গে নিচে পড়ে গেছে, এ বিষয়ে তারা ধারণা করতে পারছেন না।
তবে রুমা বাস স্টেশনের লাইনম্যান আবু বক্কর জানান, রবিবার সকাল ৮টার দিকে ভারী মালামাল নিয়ে একটি ট্রাক ওই বেইলি ব্রিজ পার হবার সময় ব্রিজের কিছু অংশের পাটাতন খুলে নিচে পড়ে যায় বলে তিনি জানতে পেরেছেন।
তিনি বলেন, এরপর সেতু পারাপার বন্ধ হয়ে যায় এবং সেতুর দু’দিকেই গাড়ির লম্বা লাইন পড়ে।
জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, বান্দরবান-রুমা সড়কের বেইলি ব্রিজগুলো অনেক পুরোনা হয়ে গেছে। ধাপে ধাপে স্টিলের বেইলি ব্রিজগুলোকে আরসিসি ব্রিজে রূপান্তরিত করা হচ্ছে।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত এই ব্রিজটি দ্রুত মেরামত করে যানবাহন চলাচল ব্যবস্থা চালু করার লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি।