বান্দরবানসোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লামায় অগ্নিকান্ডে অ্যাম্বুলেন্সসহ ২টি গাড়ি ভষ্মিভূত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৮, ২০২৪ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

লামায় অগ্নিকান্ডে একটি প্রাইভেট অ্যাম্বুলেন্সসহ ২টি প্রাইভেট গাড়ি পুড়ে গেছে।

রবিবার ভোর রাত ৫টার দিকে লামা পৌর বাস টার্মিনালে পার্কিং করা অবস্থায় এ ঘটনা ঘটে।

লামা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার সাখাওয়াত হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হই। তবে অগ্নিকান্ডের উৎস বা কারণ সম্পর্কে এখনো জানতে পারিনি।

স্থানীয়রা এটিকে ‘নাশকতামূলক’ বলে মনে করেন।

লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন বলেন, আমরা ঘটনার কারণ বের করতে অনুসন্ধান চালাচ্ছি।

সূত্র জানায়, প্রাইভেট অ্যাম্বুলেসের মালিক মো. আজগর। যাত্রীবাহী গাড়ির (স্থানীয়ভাবে নোহা গাড়ি হিসেবে পরিচিত) মালিক ডা. নুর মোহাম্মদ। তবে দু’টি গাড়িই চালাতেন আজগর।

গাড়িচালক আজগর জানান, রোগী নিয়ে কক্সবাজার হাসপাতালে পৌঁছে দিয়ে দিবাগত রাত সাড়ে ৩টার দিকে লামায় ফিরে এসে অ্যাম্বুলেন্সটি লামা পৌর বাস টার্মিনালে রাখা হয়।