বান্দরবানসোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাঙ্গু নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১১, ২০২৪ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

জেলা সদরের সাঙ্গু নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে শহরের মধ্যম পাড়া মারমা বাজার সংলগ্ন সাঙ্গু নদীতে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

সদর থানার ওসি মো. আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, উদ্ধার করে মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মৃত ব্যক্তির পড়নে কোন কাপড় ছিল না। পায়ে সামান্য দাগ ছাড়া শরীরে আর কোন আঘাতের চিহ্ন নেই।