বান্দরবানসোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পার্বত্য চট্টগ্রামের সব আইন বিধি ও পরিপত্র এক মলাটের ভেতরে

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১৩, ২০২৪ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটি ভৌগোলিক, প্রাকৃতিক এবং নৃ-তাত্ত্বিক দিক থেকে সারাদেশ থেকে কিছুটা ভিন্ন। একই কারণে এখানে বিদ্যমান আইন-কানুন, বিধি-বিধান এবং প্রশাসনের সাথেও আছে সারাদেশের ভিন্নতা।

পার্বত্য চট্টগ্রামে খাজনা আদায়ের জন্য কোন তহসিল অফিস নেই। সার্কেল চিফ বা রাজা এবং মৌজা হেডম্যানরা সরকারের পক্ষে ভূমির খাজনা আদায় করে থাকেন। সামাজিক বিচার আচারের দায়িত্ব মৌজা প্রধান (হেডম্যান) এবং পাড়া প্রধানের (কার্বারি) উপর ন্যস্ত। তাদের বিচারে সন্তুষ্ট না হলে সমাধানের দায়িত্ব সার্কেল চিফের উপর। অপরাধ ব্যাপক হলে সার্কেল চিফ এসব সমস্যা সমাধানের জন্য আদালতের কাছে পাঠান।

সারাদেশের ৬১টি জেলা পরিষদ চলে এক আইনে। তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে। অন্যদিকে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় ১৯৮৯ সালে পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ আইনের আওতায় জেলা পরিষদগুলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।

এখানে ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি এবং বাংলাদেশের সাংবিধানিক বিধি বিধান আইনি স্বীকৃতি নিয়ে একই সাথে চলছে।

এর ফলে অনেক সময় এসব আইনী ব্যাখ্যা নিয়ে বিতর্ক ও বিব্রতকর অবস্থার মুখোমুখি হতে হয় জনগণ, প্রশাসন এবং গবেষকদের।

এ সমস্যা সমাধানের লক্ষ্যে সব আইন, বিধি ও পরিপত্রকে এক মলাটের ভিতরে নিয়ে এসেছেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। বৃহস্পতিবার প্রকাশিত হলো তার সম্পাদনায় নতুন গ্রন্থ: “পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আইন বিধি ও পরিপত্র”।
বইটি যে কেউ সংগ্রহে রাখতে পারেন।

বিস্তারিত জানতে বান্দরবান জেলা প্রশাসনের নেজারত শাখায় যোগাযোগ করা যেতে পারে।