সুলভমূল্যে অসুস্থ রোগীদের হাসপাতালে যাতায়াত করার লক্ষ্যে ‘নাগরিক সেবা’ নামে একটি অ্যাম্বুলেন্স চালু করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবুর রহমান।
রবিবার বিকেলে সদরের জেলা পরিষদ রেস্ট হাউজ চত্ত্বরে অ্যাম্বুলেন্সটি উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই।
অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য মো. আবুল কালাম, মো. নাছির উদ্দিন, মাধবী মারমা, খুরশিদা ইসহাক, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
‘নাগরিক সেবা’ অ্যাম্বুলেন্সটি ২৪ ঘন্টা চালু থাকবে এবং কম খরচে অসুস্থ ও দুঃস্থ রোগীদের সেবা দিয়ে যাবে বলে জানান কাজী মজিবুর রহমান।