বান্দরবান শহরে বাসা-বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও টাকা চুরির ঘটনায় মংহ্লাসিং মারমা (২০) নামে এক মারমা যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে পুলিশ সুপার কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার। গ্রেফতারকৃত যুবক পৌরসভার ৪নং ওয়ার্ড মধ্যম পাড়া এলাকার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার জানান, গত ২০ ডিসেম্বর বিকেলে উজানী পাড়া এলাকার মেথুইচিং মারমার বাড়ি থেকে ৭ ভরি স্বর্ণালঙ্কাসহ সাড়ে ৬৩ হাজার নগদ টাকা চুরি করে পালিয়ে যায় মংহ্লাসিং মারমা। পরে সিসিটিভি ফুটেজে যুবককে শনাক্ত করে থানায় এজাহার দায়ের করেন ভুক্তভোগীরা। অভিযান চালিয়ে শহরের মারমা বাজার থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনার কথা স্বীকার করে মংহ্লাসিং মারমা। এবং সে একটি চোরচক্রের সাথে জড়িত থাকার কথা জানায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার কাছ থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া নগদ সাড়ে ৬৩ হাজার টাকা ও ৭ ভরি স্বর্ণালঙ্কা (যার অর্থ সাড়ে ৯ লাখ টাকা) এবং একটি স্মার্ট মোবাইল।
পুলিশের ধারণা, সে শহরে মোটর সাইকেল চুরির হোতা চোর চক্রের একজন সদস্য। আসামী মংহ্লাসিং মারমাকে আদালতে প্রেরণ করে আরো জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী এবং সদর থানার ওসি পারভেজ উপস্থিত ছিলেন।