ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পার্বত্য জেলা বান্দরবানে উদযাপিত হচ্ছে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের ‘শুভ বড়দিন’।
এ উপলক্ষে বুধবার সকালে জেলা সদরের উজানিপাড়ায় ফাতেমা রাণী ক্যাথলিক চার্চ, হাফেজঘোনা এলাকায় ব্যাপটিস্ট চার্চ, উজানিপাড়ায় ইসিসি চার্চসহ বিভিন্ন উপজেলায় খ্রিষ্টান অধ্যুষিত গ্রামগুলোর চার্চে চার্চে নানা আয়োজনে দিবসটি উদযাপিত হচ্ছে।
বুধবার রাতের প্রথম প্রহরে ক্রিসমাস ট্রি সাজানো এবং ধর্মীয় গান ও উপাসনার মধ্য দিয়ে যিশু খ্রিষ্টের জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু করে খ্রিষ্টান ধর্মাবলম্বী বম, পাংখো, লুসাই, ত্রিপুরা, খেয়াং ও খুমীসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা।
সকালে দলবেধে নিজেদের চার্চে গিয়ে প্রভাতি প্রার্থনা, ধর্মীয় উপাসনা এবং সঙ্গীত পরিবেশন করে তারা। এসময় চার্চের পাল পুরোহিতরা বাইবেল থেকে পাঠ করে ধর্মদেশনা দান করেন।
প্রার্থনা সভা শেষে উপহার বিনিময় ও সৌহার্দ বিনিময় করার পর দুপুরে প্রীতিভোজ এবং নানা ধরণের খেলাধুলার আয়োজন করা হয়। দিবসের কর্মসূচি হিসেবে সন্ধ্যায়ও চার্চে চার্চে প্রার্থনা অনুষ্ঠিত হয়।