বান্দরবানসোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয়তাবাদী কৃষকদল বান্দরবান জেলা কমিটি গঠিতঃ রিপন সভাপতি, মনির হোসেন সাধারণ সম্পাদক

প্রতিবেদক
বার্তা বিভাগ
ডিসেম্বর ২৫, ২০২৪ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

ইয়াছিনুল হক চৌধুরী রিপনকে সভাপতি এবং মোঃ মনির হোসেন ভুঁইয়াকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল বান্দরবান জেলা শাখা গঠন করা হয়েছে।

বান্দরবান জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ নতুন কমিটি অনুমোদন দিয়েছেন।

৭ সদস্য বিশিষ্ট এই কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন, দৌলতুল কবির খাঁন সিদ্দিকী (সিনিয়র সহ সভাপতি), নুরুল কবির (সহ সভাপতি), মংথোয়াই মারমা (সহ সভাপতি), সাইদুল আলম সাঈদ (যুগ্ম সম্পাদক) এবং মোঃ অহিদুর রহমান চৌধুরী মেহেদী (সাংগঠনিক সম্পাদক)।

আংশিক এ কমিটিকে খুব কম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের জন্য বলা হয়েছে।