একটি আঞ্চলিক সংগঠনের এক নেতার প্রাণনাশের হুমকিতে উদ্বিগ্ন হয়ে বান্দরবান সদর থানায় ব্যক্তিগত নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই।
সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, বুধবার বিকেলে ওই নেতা বিপুল অঙ্কের চাঁদা দাবি করেন জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে। তিনি চাঁদা দিতে সম্মত না হওয়ায় তাকে গালাগালি ও প্রাণনাশের হুমকি দেয়া হয়।
অভিযোগপত্রে হুমকিদাতা হিসেবে ‘অটল বাবু’ নামে এক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। তিনি আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সংস্কার গ্রুপ’ এর বান্দরবান শাখার দায়িত্বে রয়েছেন।
সদর থানার ওসি মো. মাসুদ পারভেজ সাধারণ ডায়েরি করার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাব ইন্সপেক্টর নাছির উদ্দিনকে বিষয়টি তদন্ত করে দেখার দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনী ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, ব্যবসায়ী এবং বিত্তশালীদের কাছ থেকে বিপুল পরিমাণ চাঁদা দাবি করা হচ্ছে।