বান্দরবানরবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লামায় অগ্নিকান্ডে ভস্মিভূত তঙ্গঝিরি পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ২৭, ২০২৪ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা শুক্রবার সকালে দুর্বৃত্তের পুড়িয়ে দেয়া লামা উপজেলার সরই ইউনিয়নের তঙ্গঝিরি ত্রিপুরা পাড়া পরিদর্শন করেছেন।

জনবসতি ভস্মীভূত হওয়ার তৃতীয় দিনে সড়ক পথে তিনি ওই এলাকায় যান এবং ক্ষতিগ্রস্ত এবং স্থানীয় জনগণের সাথে কথা বলেন তিনি।

এর আগে বৃহস্পতিবার বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন এবং পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়।

এদিকে পার্বত্য উপদেষ্টার সফরকে কেন্দ্র করে শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত ত্রিপুরা পরিবারগুলো পুড়ে যাওয়া পাড়ায় সমবেত হন। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তাদের সাথে কথা বলেন।

তিনি জানান, এই ঘটনায় সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ড. ইউনুস নিন্দা জানিয়েছেন এবং তাকে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের জন্য আশু করণীয় সব কিছু করার নির্দেশনা দিয়েছেন।

সুপ্রদীপ চাকমা বলেন, এ ঘটায় যারা যারা জড়িত, তদন্ত করে তাদের সবাইকে খুঁজে বের করা হবে।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার এ সময় উপদেষ্টার সাথে ছিলেন।

গত ২৪ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একদল দুষ্কৃতকারী ওই ত্রিপুরা বসতিতে অগ্নিসংযোগ করে। এতে ১৭টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

পুলিশ এ ঘটনায় স্থানীয় ৩ ত্রিপুরা নাগরিক এবং ইব্রাহিম নামে সাবেক আইজিপি বেনজীর আহমদের একজন কর্মচারীকে গ্রেপ্তার করে।