বান্দরবানরবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিক কল্যাণ ফেডারেশন বান্দরবান জেলা কমিটি গঠিত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ২৭, ২০২৪ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

অধ্যাপক ফারুক আহমদকে সভাপতি এবং তৌফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩৭ সদস্য বিশিষ্ট বান্দরবান জেলা কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে বান্দরবান জেলা শহরের হিলভিউ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে এই কমিটি গঠন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা মুহাম্মদ শাহজাহান।

অন্যান্যের মধ্যে ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি লস্কর মোঃ তসলিম, চট্টগ্রাম মহানগরীর নেতা অধ্যক্ষ নুরুল আমিন, জামায়াত ইসলামী বান্দরবান জেলা শাখার আমীর এএস আব্দুচ সালাম আজাদ এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন বান্দরবান জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম বক্তব্য দেন।