বান্দরবানসোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রুমায় সন্ত্রাসীদের গুলিতে এক সেনা সদস্য আহত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৩১, ২০২৪ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের রুমা উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে শাকিল নামে এক সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার পাইন্দু এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ধারণা করছে, আঞ্চলিক সশস্ত্র সংগঠন ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’ এ ঘটনা ঘটিয়েছে।

আহত শাকিল সেনাবাহিনীর একজন ল্যান্স কর্পোরাল। বাংলাদেশ সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে তিনি অংশ নিয়েছিলেন।

এ ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।

রুমা থানার ওসি মো. সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ল্যান্স কর্পোরাল শাকিলের পা গুলিবিদ্ধ হয়েছে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বান্দরবানের রুমা-থানচি ও রোয়াংছড়িতে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছে যৌথবাহিনী। অভিযানের অংশ হিসেবে সোমবার রুমার পাইন্দু এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাহাড়ের সশস্ত্র সংগঠন ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ)’ সদস্যরা গুলি ছুঁড়লে ল্যান্স কর্পোরাল শাকিল আহত হন।