বান্দরবানসোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এবারও বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১, ২০২৫ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

সরকার পরিবর্তনসহ নানা কারণে কিছুটা সংশয় থাকলেও অন্যান্য বছরের মত এবারও বছরের প্রথম দিনই বিনামূল্যে নতুন বই পেয়েছে বান্দরবানের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা।

বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বুধবার সকালে জেলা সদরের কালেক্টরেট স্কুলে বিনামূল্যে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও প্রায় একই সময় শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়েছে।

এদিকে বিভিন্ন সূত্রে কথা বলে জানা গেছে, প্রাথমিক স্তরে মারমা, চাকমা ও ত্রিপুরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য নিজ নিজ মাতৃভাষায় পাঠ্য বইগুলো চাহিদা অনুযায়ী পাওয়া গেলেও প্রাথমিক ও মাধ্যমিক স্তরে অনেক বিষয়ের পাঠ্য বই এখনো জেলা শিক্ষা অফিসে পৌঁছেনি।

জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ জানায়, জেলার ৭টি উপজেলা ও দু’টি পৌরসভায় মোট ৪৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৩ লাখ ৪ হাজার ২২৭টি বইয়ের চাহিদাপত্র পাঠানো হয়েছে। বিপরীতে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট বই এসেছে ১ লাখ ৭৯ হাজার ৩২৪টি।

সূত্র জানায়, ২০২৪ শিক্ষাবর্ষে সম্ভাব্য শিক্ষার্থী ৬৮ হাজার ৭৭৯ জন হতে পারে- এমন ধারণার উপর ভিত্তি করে বইয়ের চাহিদা নিরূপণ করা হয়। বইয়ের সরবরাহ কম হওয়ায় সকল শিক্ষার্থীর হাতে বছরের প্রথম দিন নতুন বই তুলে দেয়া সম্ভব হয়নি।

জেলা প্রাথমিক শিক্ষা প্রশাসনের কর্মকর্তাগণ আশা করছেন, খুব শীঘ্রই চাহিদার বিপরীতে সবগুলো বই তারা পেয়ে যাবেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জন্য বান্দরবানের চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষায় প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য মোট ৪০১৮টি, ১ম শ্রেণীর জন্য মোট ৬১৮০টি, ২য় শ্রেনীর জন্য মোট ৬৩৩৩টি এবং তৃতীয় শ্রেণীর জন্য মোট ১৯৬৬টি বই বান্দরবানে এসেছে। সেগুলোও বিতরণ করা হচ্ছে।
তবে সময়মত বই সরবরাহ পাওয়া যায়নি মাধ্যমিক স্তরে।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, জেলায় মাধ্যমিক পর্যায়ে ৮৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মোট ৯ লাখ ৪০ হাজার ৬৫৭ টি বইয়ের চাহিদাপত্র পাঠানো হয়েছিল। ৩১ ডিসেম্বর পর্যন্ত পাওয়া গেছে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজী ও গণিত বই।

প্রাপ্ত বইগুলো নতুন বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের বিতরণ করা হয়েছে।

কবে নাগাদ অন্য বইগুলো পাওয়া যাবে- সে বিষয়ে নিশ্চিত কিছু বলতে পারেননি জেলা মাধ্যমিক শিক্ষা অফিস।