ব্যবসার প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ উত্তরণের লক্ষ্যে চট্টগ্রাম টাইলস ও স্যানিটারী মার্কেট ডিলারস এসোসিয়েশন গঠিত হয়েছে।
বুধবার রাতে অনুষ্ঠিত এক সভায় এ লক্ষ্যে ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভায় টাইলস ডিলারদের সম্মতিক্রমে আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন টাইলস এন্ড স্যানিটারী মার্চেন্ট এসোসিয়েশন চট্টগ্রাম জোনের সভাপতি এবং সুপার মোজাইকের স্বত্ত্বাধিকারী লায়ন এসএম শামসুদ্দিন।
কমিটিতে মেসার্স কর্ণফুলী এজেন্সীজ এর স্বত্ত্বাধিকারী মোস্তাফিজুর রহমান টিটুকে আহবায়ক এবং মেসার্স রাজু এন্ড কোম্পানীর স্বত্তাধিকারী মোখলেসুর রহমান ও বেস্ট চয়েস এর স্বত্ত্বাধিকারী সালাউদ্দিন চৌধুরী মিলুকে যুগ্ম আহবায়কের দায়িত্ব অর্পণ করা হয়।
চট্টগ্রাম নগরীর আসকার দিঘির পাড়স্থ সমাদর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় লায়ন এসএম শামসুদ্দিন সভাপতিত্ব করেন।
সভার শুরুতে ব্যবসায়ীগণ টাইলস ব্যবসার বর্তমান অবস্থা, বিভিন্ন প্রতিবন্ধকতা ও সমস্যা উত্তরণে নিজ নিজ পরামর্শ তুলে ধরেন।
চট্টগ্রাম টাইলস মার্কেট বাৎসরিক বনভোজন কমিটির প্রধান সমন্বয়ক মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় মত বিনিময় সভায় মদিনা মোজাইক এন্ড স্যানিটারীর আবুল কাশেম দুলাল, চার্মিং সিরামিকসের মোবারক হোসেন, ভিক্টর টাইলসের মো. তানিম, ফ্যাশন মোজাইকের জামাল আনসারী, শোভন ইন্টার ট্রেডিং এর দয়াল সামন্ত, মিতালী এম্পোরিয়ামের আব্দুল্লাহ আল মামুন, বদরশাহ টাইলসের মীর কাজী সাজ্জাদ হোসেন, আল আকসা টাইলসের কামাল উদ্দিন, রয়েল গ্যালারীর কবির হোসেন, দেশ টাইলসের মাহবুব আলম, শাহীনুর এন্টারপ্রাইজের মো. সেলিম, ফ্যাশন এজেন্সির সালাউদ্দিন লিটন, বেঙ্গল এজেন্সির সরোয়ার আলম, এশিয়া টাইললসের মো. ইব্রাহিম, গাউসিয়া টাইলসের সাহীদ আলম, কামরুল এন্টারপ্রাইজের আমিরুল ইসলাম এবং মিলেনিয়াম টাইলসের এমরানুল ইসলাম মুকুল বক্তব্য রাখেন
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রাউন ইটালিয়ান ট্যারাজু ওয়ার্কস এর হেলাল আহমেদ, সোনালী টাইলসের সিরাজুল ইসলাম, সততা টাইলসের জাকির হোসেন, হাবীব টাইলসের আহসান হাবীব, এ আর ট্রেডিং এর আব্দুর রব, ফেমাস টাইলসের আবুল কাশেম, নিও পার্ল সিরামিকসের এসএম ওয়াজি উল্লাহ চৌধুরী, অলিম্পিক মোজাইকের মানিক হোসেন, খাজা এন্টারপ্রাইজের মো. নুর নবী এবং মমতা টাইলসের মিজানুর রহমান।