বান্দরবানসোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শনিবার থেকে চট্টগ্রামে মাসব্যাপী ফুল উৎসব

প্রতিবেদক
বার্তা বিভাগ
জানুয়ারি ৩, ২০২৫ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

বন্দর নগরী চট্টগ্রামে শনিবার থেকে মাসব্যাপী ফুল উৎসব ২০২৫ শুরু হচ্ছে।

নগরীর ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়কে অবস্থিত ডিসি পার্কে সকাল ১১টায় ফুল মেলার উদ্বোধন করবেন মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আবদুর রশীদ।

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে তৃতীয়বারের মত এই ফুল উৎসবের আয়োজন করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।

সূত্র জানায়, এবারের আয়োজনে ১৩৬ প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহ থাকছে। সাথে থাকবে বিভিন্ন আকর্ষণীয় অনুষ্ঠান।

এছাড়া উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, ফুলের সাজে একদিন, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেইম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচসহ নানান ইভেন্ট চলবে পুরো মাস জুড়ে।