এক সপ্তাহের ব্যবধানে বান্দরবানের লামা উপজেলার সরই এলাকায় আবারো অপহরণের ঘটনা ঘটিয়েছে আঞ্চলিক সন্ত্রাসীরা।
এবার তারা এলাকার ক্লিপটন এগ্রোর অফিস থেকে অপহরণ করে নিয়ে গেছে প্রতিষ্ঠানের ম্যানেজার মো. রফিকুল ইসলামকে।
শনিবার সকালে এ ঘটনা ঘটলেও রাতে এই তথ্য জানাজানি হয়। স্থানীয় সূত্রগুলো বলছে, চাঁদার দাবিতেই পাহাড়ি সন্ত্রাসীরা একে একে অপহরণের ঘটনা ঘটাচ্ছে। গত সপ্তাহে তারা পার্শ্ববর্তী লামা রাবার বাগানের সুপারভাইজারকে অপহরণ করে। পরে মোটা অংকের মুক্তিপণ দিয়ে তাকে ফিরে আসতে হয়েছে।
ক্লিপটন এগ্রোর স্বত্ত্বাধিকারী নুরুল আকতার জানান, সরই ইউনিয়নের মেরাইত্তা এবং লুলাইং এর মাঝখানে অবস্থিত কোম্পানি অফিস থেকে তাকে অপহরণ করা হয়েছে।
স্বজনরা জানিয়েছেন, অপহরণকারীরা তাকে মুক্তির বিনিময়ে ৬ লাখ টাকা চাঁদা দাবি করেছে।
লামা থানার ওসি মো: শাহাদাত হোসেন অপহরণের তথ্য নিশ্চিত করে জানান, অপহৃত ম্যানেজারকে উদ্ধারে জন্য নিরাপত্তা বাহিনী ও পুলিশ সম্ভাব্য এলাকাগুলোতে অভিযান চালাচ্ছে।