বিপিএলের ১৩তম ম্যাচে বরিশালকে হারাতে রংপুরের শেষ ওভারে দরকার ছিল ২৬ রান। ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইল মায়ার্স শেষ ওভারটি করতে আসেন । ক্রিজে তখন সোহান ও কামরুল ইসলাম। কিন্তু কামরুলকে আর স্ট্রাইকে আসতেই হয়নি। মায়ার্সের ওভারে চার-ছক্কার ফুলঝুরি ফুটিয়ে একাই ৩০ রান তুলে নেন সোহান। এটি আসরে তাদের টানা ষষ্ঠ জয়। এখন পর্যন্ত চলতি বিপিএলে অপরাজিত রাইডার্সরা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। জবাবে ৩ উইকেটে জয় পেয়েছে রংপুর।
সিলেটে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে আগে ব্যাট করে বড় সংগ্রহই গড়েছিল ফরচুন বরিশাল। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে করেছিল ১৯৭ রান। ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেছেন কাইল মায়ার্স। এই ক্যারিবিয়ান পেয়েছেন ফিফটির দেখা। ১ চার ৭ ছক্কায় ২৯ বলে অপরাজিত ৬১ রান করেছেন তিনি। তাছাড়া ফাহিম আশরাফ করেছেন ৬ বলে ২০ রান।
এদিকে বড় লক্ষ্য তাড়া করতে নেমে রংপুরও কম যায়নি। তবে দলীয় ১৫৭ রানে ইফতিখার আহমেদ আউট হওয়ার পর দ্রুত আরও ৩ উইকেট হারিয়ে হারতে বসেছিল নূরুল হাসান সোহানের দল। কিন্তু শেষ ওভারে সোহানের বীরত্বে শেষ পর্যন্ত রোমাঞ্চকর এক জয় পেয়েছে রংপুর। ২৪ বলে ৪৮ রান করেন খুশদিল শাহ। ৩৬ বলে ৪৮ রান করেন ইফতেখার।
সূত্রঃ সমকাল।