বান্দরবানরবিবার, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রোয়াংছড়িতে দুর্বৃত্তের গুলিতে এক নারী গুলিবিদ্ধ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১৩, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

রোয়াংছড়ি উপজেলায় দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে উমে প্রু মারমা (৩৪) নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার তারাছা ইউনিয়নের হিমাগ্রী পাড়ায় এ ঘটনা ঘটে। আহত উমে প্রু বান্দরবান সদর উপজেলার বালাঘাটা এলাকার রুমেল তঞ্চঙ্গ্যার স্ত্রী।

স্থানীয় সূত্রগুলো জানায়, সোমবার সকালে হিমাগ্রী পাড়ায় তার পিতার বাড়ির খামারে কাজ করতে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে গুলিবিদ্ধ হন। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে চিকিৎসকরা উমে প্রুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। গত রবিবার উমে প্রু মারমা স্বামীর বাড়ি থেকে হিমাগ্রী পাড়ায় পিতার বাড়িতে যান।

রোয়াংছড়ি থানার এসআই শুভ্র মুকুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উমে প্রু মারমার উপর কে বা কারা, কি উদ্দেশ্যে গুলি করেছে তার সুস্পষ্ট তথ্য জানতে অনুসন্ধানে নেমেছে পুলিশ।