নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এক যৌথ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. জিয়াবুল হক (২৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৯টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলি এলাকা থেকে মো. জিয়াবুল হককে আটক করা হয়। এ সময় তার কাছে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
নাইক্ষ্যংছড়িতে দায়িত্বরত ১১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল এস কে এম কফিল উদ্দিন কায়েস জানান, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপন তথ্যের ভিত্তিতে ১১ বিজিবির উপ-অধিনায়ক মেজর আশিক ইকবাল এর নেতৃত্বে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪৬ নং পিলারের কাছাকাছি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
আটক করা ইয়াবা এবং আসামীকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মো. জিয়াবুল হক এর বাড়ি নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী এলাকায়।