বান্দরবানরবিবার, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লামায় তামাক ক্ষেত থেকে ৭ জন অপহৃত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১৫, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

লামা উপজেলার বমুখাল এলাকা থেকে ৩টি তামাক ক্ষেতের ৭ জনকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

অপহৃতদের মধ্যে একটি তামাক ক্ষেতের মালিক মো. আমিন (৩৫) ও তার ১৪ বছরের শিশুপুত্র মো. সাকিব রয়েছে।

লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাতে সরই ইউনিয়নের দুর্গম বমুখাল এলাকা থেকে তাদের অপহরণ করা হয়েছে।

তবে কারা তাদের অপহরণ করেছে- সে বিষয়ে কোন সুনির্দিষ্ট তথ্য তার জানা নেই বলে মন্তব্য করেন ওসি মো. শাহাদাৎ হোসেন।

তিনি জানান, অপহরণের খবর জানতে পেরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা বুধবার দুপুর থেকে উদ্ধার অভিযানে নেমেছে। তবে ওই এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় এ বিষয়ে কোন তথ্য পাওয়া যাচ্ছে না।

এদিকে অপহৃতদের এক স্বজন নাম প্রকাশ না করার শর্তে জানান, তামাক ক্ষেতের মালিক মো. আমিন তার একজন শ্রমিকের মোবাইল ফোনে জানিয়েছেন, মুক্তিপণ পেলে অপহরণকারীরা তাদের ছেড়ে দেবে।

কত টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ৫ থেকে ৭ লাখ টাকা দিতে হবে বলে জানানো হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, অপহৃত হচ্ছেন- একটি তামাক ক্ষেতের মালিক মো. আমিন ও তার পুত্র মো. সাকিব, তামাক শ্রমিক মো. শফি আলম (৩২), মো. আলেক্স জোহার (৩৫), মো. জাভেদ (২৬), মো. আবু হানিফ (২১) এবং আসাদ (১৮)।

স্থানীয় সূত্রগুলো জানায়, তামাক মওসুমে বিভিন্ন আঞ্চলিক সংগঠনের সশস্ত্র গ্রুপগুলো তামাক কোম্পানি, তামাক চাষী এবং ব্যবসায়ীদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা না পেলে তারা বিভিন্ন স্থানে অপহরণের ঘটনা ঘটিয়ে মুক্তিপণ আদায় করে।

তবে বুধবার সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত অপহৃতদের মুক্তি মেলেনি।