অপহরণের মাত্র ২০ ঘন্টা পর সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বান্দরবানের লামা থেকে অপহৃত ৭ তামাক শ্রমিককে ছেড়ে দিতে বাধ্য হয়েছে আঞ্চলিক সন্ত্রাসীরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বমুখাল এলাকা থেকে তাদের নিয়ে আসে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী।
বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার জানান, মুক্তি পাবার পর অপহৃতদের নিজ নিজ খামারে পাঠিয়ে দেয়া হয়েছে। তারা সবাই সুস্থ আছেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম বমুখাল এলাকায় ৩টি তামাক খামার থেকে সন্ত্রাসীরা একজন খামারীসহ ৭ জনকে অপহরণ করে নিয়ে যায়।
এ খবর ছড়িয়ে পড়লে বুধবার দুপুর থেকে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টিম বমুখাল ও তার আশপাশের এলাকায় উদ্ধার অভিযান শুরু করে।
অপহৃতদের মধ্যে তামাক খামারের মালিক মো. আমিনের ১৪ বছরের শিশুপুত্র মো. সাকিবও রয়েছে।
অপহৃতরা হচ্ছেন, তামাক খামারের মালিক মোঃ আমিন (৩৫) ও তার শিশুপুত্র মো. সাকিব (১৪), তামাক ক্ষেতের শ্রমিক মো. আলেক্স জোহার (৩৫), মো. শফি আলম (৩২), মো. জাভেদ (২৬), আসাদ (১৮) এবং মো. আবু হানিফ (২১)।
স্থানীয় সূত্রগুলো জানায়, তামাক মওসুমে বিভিন্ন আঞ্চলিক সংগঠনের সশস্ত্র গ্রুপগুলো তামাক কোম্পানি, তামাক চাষী এবং ব্যবসায়ীদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা না পেলে তারা বিভিন্ন স্থানে অপহরণের ঘটনা ঘটিয়ে মুক্তিপণ আদায় করে।
তবে এইবারের ৭ তামাক শ্রমিককে কারা অপহরণ করেছে সে বিষয়ে এখনো নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি।