বান্দরবানরবিবার, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবান সরকারি কলেজ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১৬, ২০২৫ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

এবার বান্দরবান সরকারি কলেজ অধ্যক্ষের পদত্যাগ দাবি করেছে সাধারণ শিক্ষার্থীরা।

তাদের দাবি- বিভিন্ন অনিয়ম ও অর্থ আত্মসাতে জড়িয়ে পড়া এই শিক্ষকের পক্ষে একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান পদে দায়িত্ব পালনের নৈতিক অধিকার নাই।

বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে কলেজের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদান করে এবং অধ্যক্ষ প্রফেসর নুরুল আবছার চৌধুরী এর পদত্যাগ দাবি করে।

এদিকে কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভের খবর পেয়ে বান্দরবান সদর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও মো. সাইফুল ইসলাম এবং পুলিশ কর্মকর্তাগণ দ্রুত সেখানে এসে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।

এসময় শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষের দুর্নীতি, অনিয়ম এবং পরিবহন খাতসহ বিভিন্ন খাতে ভুয়া ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করতে থাকে।

তারা জানিয়েছে, অধ্যক্ষ প্রফেসর নুরুল আবছার চৌধুরী এর পদত্যাগ অথবা সরকারের পক্ষ থেকে তাকে অপসারণ না করা পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবে।

এমন পরিস্থিতিতে ভারপ্রাপ্ত ইউএনও মো. সাইফুল ইসলাম শিক্ষার্থীদের তাদের দাবিনামা লিখিতভাবে জেলা প্রশাসনের কাছে জমা দেয়ার অনুরোধ জানান।

তিনি বলেন, অভিযোগসমূহ তদন্ত করে সরকার খুব শীঘ্রই কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।