বান্দরবানবুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থল মাইন বিস্ফোরণঃ একজন আহত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২৪, ২০২৫ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সংলগ্ন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আলী হোছেন (৩৫) নামে একজনের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

শুক্রবার ভোরে আন্তর্জাতিক সীমান্ত পিলার নং ৪৭ ও ৪৮ এর মধ্যবর্তী ফুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ধারণা করছেন, অবৈধভাবে মিয়ানমারের অভ্যন্তরে গরু আনতে গিয়েছিল আলী হোছেন। ফেরার পথে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে সে গুরুতর আহত হয়। তার আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী জেলা কক্সবাজারের সদর হাসপাতালে পাঠায়।

স্থানীয় সূত্রগুলো বলছে, শত্রুপক্ষের আগমন ঠেকাতে মিয়ানমার সরকারিবাহিনী এবং যুদ্ধরত বিদ্রোহী আরাকান আর্মি (এএ) সীমান্তের বিভিন্ন পয়েন্টে স্থলমাইন পুঁতে রাখে। এতে কেবল শত্রুপক্ষ নয় পশু ও নিরপরাধ মানুষ ক্ষতিগ্রস্থ হয়।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শমশুল আলম জানান, আহত আলী হোছেনের বাড়ি নাইক্ষ্যংছড়ি উপজেলার আছারতলী এলাকায়।

এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি বিজিবি কোন মন্তব্য করতে রাজি হয়নি। তবে বিজিবির একটি সূত্র জানায়, বাংলাদেশের সীমান্ত রক্ষায় বিজিবির জওয়ানরা সদা সতর্ক অবস্থায় রয়েছে।

 

ছবিঃ বশির আহমদ