বান্দরবানরবিবার, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লামায় বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২৫, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

লামায় বন্য হাতির আক্রমণে মো. কালু (৫০) নামের এক ব্যক্তি মারা গেছে।

শনিবার ভোরে উপজেলার সরই ইউনিয়নের ইছহাক মেম্বারপাড়ায় এ ঘটনা ঘটে।

লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ভোরের দিকে একদল বন্য হাতি খাবারের খোঁজে মেম্বারপাড়াস্থ কালুর খামারঘরে ঢুকে পড়ে। এসময় কালু ঘুমিয়ে ছিল। হাতির আক্রমণে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত কালুকে মৃত ঘোষণা করে।

তিনি জানান, নিহতের স্বজনরা কোন অভিযোগ না করায় প্রাথমিক সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এ কে এম আতা এলাহী জানান, আমরা অবহিত হয়েছি। এ বিষয়ে প্রচলিত নিয়ম অনুযায়ী নিহতের পরিবারকে সহযোগিতা দেওয়া হবে।

এদিকে স্থানীয় সূত্রগুলো জানায়, পাহাড়ে খাদ্য সংকটের কারণে খাবারের খোঁজে বন্য হাতির দল লোকালয়ে চলে এসে ফসলী ক্ষেতসহ ঘরবাড়িতে তান্ডব চালায়।