বান্দরবানশনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুন্ড শিব চতুর্দশী মেলার কমিটি গঠিত

প্রতিবেদক
বার্তা বিভাগ
জানুয়ারি ২৫, ২০২৫ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মনোজ কুমার নাথকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রামের সীতাকুণ্ডে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলা উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

পদাধিকার বলে চট্টগ্রামের জেলা প্রশাসক এই কমিটির সভাপতি। তার পক্ষে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার তদারকি করে থাকেন।

শনিবার ২৫ জানুয়ারি সীতাকুন্ড উপজেলা সদরের প্রেমতলায় মেলা উদযাপন কমিটির নিজস্ব কার্যালয়ে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। পরে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোজ কুমার নাথকে ফুল দিয়ে বরণ করেন বিদায়ী সাধারণ সম্পাদক বাবুল কান্তি শর্মা।

এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা জিতেন্দ্র নারায়ণ নাটু, কমিটির সহ সভাপতি সুনন্দ ভট্টাচার্য্য সাগর, অর্থ সম্পাদক পাপন কৃষ্ণ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী, কাকন দাশ ও দপ্তর সম্পাদক অলক ভট্টাচার্য্য।

মনোজ কুমার নাথ বলেন, গত ১৭ বছর এই মেলা উদযাপন কমিটিকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি। অনেক অনিয়ম দুর্নীতি হয়েছে। যার ফলে ভোগান্তির শিকার হয়েছিলো আগত তীর্থ যাত্রীরা। এবার তিনি এসকল অনিয়ম ও ভোগান্তি দূর করতে সচেষ্ট থাকবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।