ডিজিএফআই এবং পুলিশ পরিচয়ে ডাকাতিকালে চট্টগ্রামে পুলিশের হাতে ১২ জন গ্রেফতার হয়েছে।
শুক্রবার রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরীর দক্ষিণ খুলশী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতদের কাছ থেকে ডিজিএফআই-এর ভুয়া পরিচয়পত্র, ‘পুলিশ’ নামাংকিত পিস্তলের কভারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে দক্ষিণ খুলশী আবাসিক এলাকার সানমার রয়েল রিজ ভবনে ডিজিএফআই পরিচয় দিয়ে ১৩-১৪ ব্যক্তি প্রবেশ করে। তারা গেইটে থাকা ৩ সিকিউরিটি গার্ডকে হাত, পা, মুখ বেঁধে তাদের কাছ থেকে মোবাইল, সিসিটিভির হার্ডডিস্ক ছিনিয়ে নেয় এবং ইন্টারকমের লাইন কেটে দেয়।
সূত্র জানায়, সংঘবদ্ধ দলটি ভবনের ৮ম তলায় যমুনা অয়েল কম্পানীর সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আনসারীর ফ্ল্যাটে ঢুকে ডাকাতির চেষ্টা চালায়। টের পেয়ে আশেপাশের ফ্ল্যাটের লোকেরা ৯৯৯ জরুরী নাম্বারে কল দেয়। খবর পেয়ে খুলশী থানা পুলিশ ঘেরাও করে ফ্ল্যাটে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে।
আটককৃতরা হলেন- ওয়াজেদ রাকিব (৩৬), মো. হোসেন (৪০), মো রোকন (৩৯), মো. ওসমান (৪০), মহিউদ্দিন (৪৫), আব্দুল সবুর (৩৭), রুবেল হোসেন (২৬), ইয়াকুব আলী (৩৯), মোজাহের আলম (৫৫), হারুন অর রশিদ (৩৬), আব্দুল মান্নান (৩৯) ও শওকত আকবর ইমন (৩১)।
তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি শাবল, ডিজিএফআই’র ৯টি ভুয়া পরিচয়পত্র, তিনটি খেলনা পিস্তল, পুলিশ লেখা পিস্তলের কভার, ২৫টি খালি প্লাস্টিকের বস্তা, দুইটি দড়ি ও দুইটি গামছা ও একটি কালো রঙের হায়েস গাড়ি জব্দ করা হয়েছে।