বান্দরবানরবিবার, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পার্বত্য চট্টগ্রামের শীর্ষ পদ সমূহে জনসংখ্যার আনুপাতিক হারে প্রতিনিধি পদায়নের দাবি

প্রতিবেদক
বার্তা বিভাগ
জানুয়ারি ২৬, ২০২৫ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

পার্বত্য চট্টগ্রামের প্রতিনিধিত্বকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার শীর্ষ পদসমূহে মারমা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব না থাকায় উদ্বেগ প্রকাশ করেছে ‘মারমা জাগ্রত সমাজ’ নামক একটি সংগঠন।

তারা অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রামে বসবাসকারীদের মধ্যে জনসংখ্যাগত দিক থেকে মারমা জনগোষ্ঠীর অবস্থান দ্বিতীয় হলেও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্ত নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্সসহ অন্যান্য প্রতিষ্ঠানের শীর্ষপদে যাদের নিয়োগ দেয়া হয়েছে তারা কেউ মারমা নন।

এর মধ্য দিয়ে একটি বৃহৎ জনগোষ্ঠীকে উন্নয়ন পরিকল্পনা থেকে দূরে রাখা হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরে অবস্থিত প্রেসক্লাব প্রাঙ্গনে এক মানববন্ধন করে সংগঠনটি। পরে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে পাঠানো হয়।

মানববন্ধন চলাকালে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত প্রতিষ্ঠান ও সংস্থা সমূহে জনসংখ্যা আনুপাতিক হারে মারমা জনগোষ্ঠীর উপযুক্ত ব্যক্তিদের পদায়ন করা না হলে উদ্ভূত যেকোন পরিস্থিতির জন্য সরকারকে দায়ী থাকতে হবে।

বক্তারা বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মূল স্পিরিট ধারণ করে পার্বত্য চট্টগ্রামের সব জনগোষ্ঠীর মানুষ অংশ নিয়েছিল। কিন্তু সরকার পরিবর্তনের পর জনসংখ্যার আনুপাতিক হারে পদায়ন না করে বিগত সরকারের অনুশ্রিত নীতিরই অনুসরণ করা হয়েছে।

তারা বলেন, দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ মারমা সম্প্রদায় স্বাধীনতা যুদ্ধ থেকে এ পর্যন্ত সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসলেও যুগে যুগে বিভিন্নভাবে বঞ্চিত হয়ে আসছে।

এদিকে ‘মারমা জাগ্রত সমাজ’ এর দাবির একাংশে বিরোধীতা করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অন্যান্য জাতিসত্তার কয়েকজন প্রতিনিধি বলেন, চাকমা ও ত্রিপুরা বৃহৎ জনগোষ্ঠী হলেও বিগত সরকারের আমলে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান পদের ৩ জনই ছিল মারমা জনগোষ্ঠীর।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি শাখার সভাপতি কংচাইরী মাষ্টার, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক নিউসাইন মারমা, সদর উপজেলার সাধারণ সম্পাদক থৈহ্লাঅং মারমা, বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ সদর উপজেলার সভাপতি চরাসাইন মারমা এবং বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদ সদর উপজেলার সভানেত্রী ববি মারমা।

 

ছবিঃ সংগৃহীত