বান্দরবানবৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রুমায় সেনাবাহিনীর অভিযানঃ ‘কেএনএফ’ এর ২ সদস্য আটক

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২৭, ২০২৫ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

রুমা উপজেলায় সেনাবাহিনী এক বিশেষ অভিযান চালিয়ে ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’ এর ২ সদস্যকে আটক করেছে।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ৬টায় উপজেলার কেপলংপাড়া এলাকায় সেনাবাহিনীর একটি দল ‘কেএনএফ’ বিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা ‘কেএনএফ’ এর গোপন আস্তানা ঘেরাও করে ফেলে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আস্তানা থেকে পালিয়ে যাবার চেষ্টা করে ভান মুন লম বম (৪২) ও ফিলিপ খিয়াং (৩৬) নামে ‘কেএনএফ’ এর ২ সদস্য। এসময় সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে আটক করে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আটককৃতরা পার্বত্য চট্টগ্রামে সাধারণ জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের পাশাপাশি বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র কার্যকলাপ করে আসছিলো।