বান্দরবানশনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষ্যে প্রেস ব্রিফিং

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২৮, ২০২৫ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব ১৭) বালক ও বালিকা গ্রুপের বান্দরবান জেলা পর্যায়ের খেলা আগামী ৩০ জানুয়ারি থেকে বান্দরবান স্টেডিয়ামে শুরু হচ্ছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

জেলা প্রশাসক শামীম আরা রিনি সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ব্রিফিংয়ে জানানো হয়, উভয় গ্রুপে জেলার ৭টি উপজেলা ও সদর পৌরসভা থেকে ১টি করে দল অংশ নেবে। তাদের থেকে বাছাই করে জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব ১৭) বালক ফুটবল টিম এবং জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব ১৭) বালিকা ফুটবল টিম গঠন করা হবে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু তালেব সভাপতিত্ব করেন।

জেলা প্রশাসক শামীম আরা রিনি বৃহস্পতিবার ৩০ জানুয়ারি প্রতিযোগিতার উদ্বোধন করবেন।

খেলার ফিকচার অনুযায়ী আগামী ২ ফেব্রুয়ারি সমাপনী খেলা অনুষ্ঠিত হবে।