বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের এপারে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তাংখৈ ঝিরি এলাকার বিপুল পরিমাণ পপি বাগান ধ্বংস করেছে বিজিবি।
গোপন সূত্রে নিশ্চিত হয়ে মঙ্গলবার ২৮ জানুয়ারি সকালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ৫৭নং ব্যাটালিয়নের জওয়ানরা এই অভিযানে অংশ নেন। বিজিবির বুলু পাড়া বিওপির ইনচার্জ ক্যাপ্টেন ইব্রাহিম এতে নেতৃত্ব দেন।
বিজিবি সূত্রে বলা হয়, অভিযান চলাকালে তারা ১১টি পয়েন্টে প্রায় ১ একর জমিতে নিষিদ্ধ ঘোষিত পপি চাষের সন্ধান পায়। পরে সেগুলো কেটে জড়ো করে পুড়িয়ে দেয়া হয়।
সূত্র জানায়, থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়ন তাংখৈ ঝিরি এলাকাটি সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে দেড় কিলোমিটার দূরত্বে অবস্থিত।
পপি বাগান ধ্বংসের সময় স্থানীয় পাড়া প্রধানগণ (কারবারি) উপস্থিত ছিলেন।