বান্দরবান-রুমা সড়কের মুরং বাজার পয়েন্টে একটি মিনিট্রাকের সাথে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত তলিয়াম ম্রো (২০) এর অবস্থাও আশঙ্কাজনক।
রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল বান্দরবান-রুমা সংযোগ সড়কে হলেও এটি বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের অন্তর্ভূক্ত।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় হতাহতরা সবাই বাইকের আরোহী। দুর্ঘটনায় বাইকের চালক মেনরাও ম্রো (১৫) ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠায়। এসময় হাসপাতালে নেবার পথে ইছং ম্রো (২৩) মারা যায়।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আহত তলিয়াম ম্রো এর অবস্থাও আশঙ্কাজনক।
পুলিশ জানায়, ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যায়। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।