বান্দরবানশনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবান সেনা রিজিয়নের ভলিবল টুর্নামেন্ট সম্পন্ন

প্রতিবেদক
বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ২, ২০২৫ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবান সেনা রিজিয়নের পৃষ্ঠপোষকতা এবং বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ আয়োজিত ‘ভলিবল টুর্নামেন্ট ২০২৫’ সম্পন্ন হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে পুরুষ বিভাগে সদর উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আলীকদম উপজেলা দল। অন্যদিকে মহিলা বিভাগে বান্দরবান টিম ওয়ান দলকে হারিয়ে বাংলাদেশ পুলিশ মহিলা দল জয়লাভ করে।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বান্দরবান সদর জোন কমান্ডার লে. কর্ণেল এ এস এম মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে রোয়াংছড়ি সাব জোন কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজ এবং রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।